Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে ইউনিয়ন

একনজরে আউশনারা ইউনিয়ন পরিষদ


কালের স্বাক্ষী বহনকারী বংশাই বিধৌত গড়ে ওঠা মধুপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো আউশনারা ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ আউশনারা ইউনিয়ন শিক্ষা , সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান,খেলাধুলা, শাল গজারী আর লাল মিশ্রিত ,আদিবাসী জসগোষ্ঠী তথা- গারো , কোচ, হিন্দু সম্প্রদায়সহ বিভিন্নে এক্ষত্রে তারএকান্ত স্বকীয়তা আজও সমুজ্জল




ক) নাম- ০৮নং আউশনারা  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন- 

গ) লোকসংখ্যা- 

ঘ)গ্রামের সংখ্যা- ০৯টি।

ঙ)-মৌজার সংখ্যা- ৪টি।

চ)-হাট/ বাজার সংখ্যা- ৫টি।

ছ)-উপজেলা সদর থোকে যোগাযোগের মাধ্যম- সিএনজি,ভ্যান, রিক্সা, অটো, মটরসাইকেল ইত্যাদি।

জ) শিক্ষার হার- ৪৭%

         সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৬টি।

          উচ্চ বিদ্যালয়- ৩টি।

         মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বরত বর্তমান চেয়ারম্যান- জনাব মোঃ গোলাম মোস্তফা।

ঞ) দর্শনীয় স্থান- কাকরাইদ বি এ ডি সি ফার্ম, লক্ষী ঝর্ণা, ইদিলপুর শিশুপল্লী।

ট)গ্রামসমুহের নাম- শিবরামবাড়ী, বিত্তিবাড়ী, বেলচুঙ্গী, রামকুষ্ণবাড়ী, জয়তেতুল, গোপীনাথপুর, ইদিলপুর, শাইলবাইদ, বোকারবাইদ, আউশনারা, চুনিয়া, কালারপাহাড়, ।

ঠ) ইউনিয়ন পরিষদ জনবল- 

      ১) নির্বাচিত পরিষদ সংখ্যা- ১৩জন

     ২) ইউনিয়ন পরিষদ সচিব- ১জন।

      ৩) হিসাব সহকারী কাম -কম্পিউটার অপারেটর- ১জন।

     ৪)উদ্যোক্তা- ১জন।

    ৫) গ্রাম- পুলিশ ৯জন